
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বাঘের আক্রমণে এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে। উপজেলা ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেইস চৌধুরী জানান, বুধবার (২১ ডিসেম্বর) ভোরে ঘিলাছড়ার ধারন গাজীপুর এলাকায় বাঘটি হানা দেয়।
ভোরবেলা স্থানীয় লেজু মিয়া ফজরের নামাজ আদায় করার জন্য ওজু করতে ঘরের বাহিরে বের হলে বাঘটি তাকে আক্রমণ করে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে।লেজু মিয়ার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলেও বাঘটি ভয় না পেয়ে আক্রমণ চালাতে থাকে। বাঘটি এমন ভাবে কামড়ে ধরেছিলো যে বাঘের মুখে শাবল ঢুকিয়েও লেজু মিয়াকে উদ্ধার করা যায়নি।
এক পর্যায়ে লোকজন বাধ্য হয়ে বাঘটিকে হত্যা করে লেজু মিয়াকে উদ্ধার করেন। আহত লেজু মিয়াকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়েছে। এটি ৩২কেজি ওজনের চিতা বাঘ বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com