সিলেট এইজ: আফগানিস্তানে আটক দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে ইসলামিক আমিরাত আফগানিস্তান সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেও বিষয়টির সত্যতা স্বীকার করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সংবাদ সম্মেলনে বলেছেন, তালেবান সরকার শুভেচ্ছার নিদর্শনস্বরূপ এই দুই বন্দীকে মুক্তি দিয়েছে। এক্ষেত্রে কোনো বন্দী বিনিময় বা মুক্তিপণ প্রদানের ঘটনা ঘটেনি। তবে আফগানিস্তানে আর কতজন বন্দী রয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানাননি। মুক্তি পাওয়া দুই মার্কিন নাগরিক আফগানিস্তান থেকে নিরাপদে কাতার পৌঁছেছেন জানালেও নেড প্রাইস তাদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, সংগত কারণেই তাদের পরিচয় গোপন করা হচ্ছে। তারা দ্রæত তাদের পরিবারের সাথে মিলিত হবে। এ জন্য তারা তাদেরকে সব রকমের সহায়তা দিচ্ছেন।পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুক্তিপাওয়া বন্দীদের পরিচয় প্রকাশ না করতে চাইলেও মিডিয়া ওয়াচডগ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট জানায়, তালেবানরা যে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছেন তাদের অন্যতম হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা আইভর শিয়ারার রয়েছেন। আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহরি যেখানে নিহত হয়েছিলেন, তার কাছাকাছি জায়গার চিত্র গ্রহণের সময় তাকে আটক করা হয়। তিনি প্রায় পাঁচ মাস ধরে আফগান কারাগারে বন্দী রয়েছেন।প্রাইস বলেন, দুই মার্কিন নাগরিককে এমন সময়ই মুক্তি দেওয়া হয়েছে, যখন আফগানিস্তান নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ করেছে। এটা খুবই দুঃখজনক। গত মঙ্গলবার আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ প্রতিনিধিরা এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com