ছাতক প্রতিনিধি : ছাতকের ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ গভর্নিংবডির সদস্য, উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, দৈনিক ভোরের কাগজ পত্রিকার ছাতক প্রতিনিধি শংকর দত্ত প্রমুখ।
সভায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী এবং কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উৎসব পালনে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, ছাতকের প্রাচীনতম এ মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মেলবন্ধনে কলেজ ক্যাম্পাস মুখরিত হওয়ার অপেক্ষার প্রহর গুনছে। আগামী ৩১ ডিসেম্বর সেই মাহেন্দ্রক্ষণকে স্মৃতির পর্দায় ধরে রাখতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। সুবর্ণজয়ন্তী এবং কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী উৎসবে উপস্থিত থাকতে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এমপি, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর ড. আবু নঈম শেখ, সিলেট ডিন মানবিক অনুষদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড, রমা বিজয় সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড, গোলাম রব্বানী উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com