• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণে বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হন। নিহতরা হলেনÍ পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫), একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলে মো. সজিব (৩৩)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দুই যুবক রাতে প্রাইভেটকারযোগে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এলে অন্য একটি প্রাইভেটকার চাপ দিলে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়। পরে চালক গাড়িটিকে ওপরে উঠানোর সময় নিহত দুই যুবক রেললাইনের ওপর হাঁটাহাঁটি করতে গিয়ে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় নিহত হন। টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৭৭৬ পড়েছেন