• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ধর্ষণের অভিযোগ: নেত্রকোনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বহিষ্কার

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
ধর্ষণের অভিযোগ: নেত্রকোনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বহিষ্কার

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রাসেল খানকে (৩৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অব্র মোবাইল ফোনে এ বিষয়টি নিশ্চিত করেন। গত ২০ ডিসেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক অমিত সরকার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে রাসেলকে দল থেকে বহিষ্কারের জন্য একটি পত্র জেলা কমিটি বরাবর প্রেরণ করেন। স্থানীয়, পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর পাহাড় দেখানোর কথা বলে রাসেল খান এক নারীকে (২৫) নিয়ে যায় উপজেলার পাতলাবন এলাকায়। সেখানে নদীর পাড়ের নিচের অংশে নিয়ে রাসেলসহ তার দুই বন্ধু ওই নারীকে ধর্ষণ করেন। আর তাতে সহযোগিতা করেন তার আরেক বন্ধু। পরে ২৯ নভেম্বর ওই নারী বাদী হয়ে রাসেল খানসহ চারজনকে অভিযুক্ত করে নেত্রকোনা ট্রাইব্যুনাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেন। ওই আদালতের নির্দেশে গত ১৭ ডিসেম্বর কলমাকান্দা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার পরদিন পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরের রেন্ট্রিতলা এলাকা থেকে রাসেল খান ও সেলিম মিয়াকে গ্রেফতার করে। এ ব্যাপারে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অব্র বলেন, কলমাকান্দা উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক রাসেল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কারের জন্য উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক একটি পত্র পাঠান। পত্রটি পাওয়ার পর জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বুধবার রাতে রাসেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

৮০২ পড়েছেন