• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান’কে স্বাগত জানিয়ে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ এর নেতৃত্বে আনন্দ মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়।পথসভায় সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ বলেন, নতুন কেন্দ্রীয় কমিটি হওয়ায় সিলেট মহানগর ছাত্রলীগ আনন্দিত ও উচ্ছ্বসিত। নতুন নেতাদের স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন কমিটির নেতাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আমরা আশাবাদি বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ছাত্রলীগের কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। এছাড়াও এই কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা রাখবে।

৬২৪ পড়েছেন