• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মাহাবুব আলম সুমন

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মাহাবুব আলম সুমন

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মাহাবুব আলম সুমন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন সোনারগাঁও থানার ওসি মাহাব্বু আলম সুমন। গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি মাহাবুব আলম সুমনের হাতে সেরা ওসির সম্মাননা ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেন। এসময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনসহ জেলার বিভিন্ন থানার ওসি ও পুলিশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শক (এসআই) নির্বাচিত হন সোনারগাঁও থানার এসআই মেহেদী হাসান। নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সুমন বলেন, সোনারগাঁওবাসী আমাকে আমার কাজে সহযোগিতা করায় আমি এ পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি। এ জন্য সোনারগাঁবাসীকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই স্বীকৃতি আমাকে আরও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে আমরা যদি সবাই দেশ ও জনগণের স্বার্থে কাজ করি তাহলেই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তৈরি করতে পারব ইনশাআল্লাহ।তিনি বলেন, আমার সব সময় চাওয়া জনগণের নিরাপত্তা দিতে সচেষ্ট থাকা।

৭৩৩ পড়েছেন