• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশের হাতে আটক হওয়া প্রসঙ্গে মুখ খুললেন উরফি

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
পুলিশের হাতে আটক হওয়া প্রসঙ্গে মুখ খুললেন উরফি

Sharing is caring!

বিনোদন ডেস্ক : উরফি জাভেদ পুলিশের হাতে আটক হয়েছেন কয়েকদিন আগে এমন একটি সংবাদ ভাইরাল হয়েছিল। এতে জানানো হয়েছিল, দুবাইয়ে শুটিংয়ের সময় ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করেন উরফি জাভেদ। আর তারপরই তাকে আটক করে পুলিশ।এই খবর কতটা সত্য-সে প্রসঙ্গে মুখ খুললেন উরফি। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, ‘হ্যাঁ, পুলিশ এসেছিল শুটিংয়ের লোকেশনে। কারণ লোকেশন নিয়ে কিছু সমস্যা হয়েছিল। তাই পুলিশ আসে শুটিং বন্ধ করতে। আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শুটিং করার অনুমতি ছিল। কিন্তু প্রোডাকশনসের পক্ষ থেকে সময় বাড়ানো হয়নি। তাই আমাদের সেই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে হয়।’উরফি আরও বলেন, ‘এর সঙ্গে আমার পোশাকের কোনো যোগসূত্র নেই। বাকি অংশ আমরা পরের দিন শুটিং করি। আর সব পরিস্থিতিই স্বাভাবিক হয়ে গেছে।’

৬৪০ পড়েছেন