• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা বিষয়ে প্রশিক্ষণ প্রদান

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
সিলেটে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা বিষয়ে প্রশিক্ষণ প্রদান

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: সিলেট সদর উপজেলায় নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা বিষয়ে উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১ টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন (এনডিসি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা, সিলেট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন কুমার দাস, খাদিমনগর এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রশিক্ষণে খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা বইয়ের বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের মাঝে বই বিতরণ করেন, বইটি গুরুত্ব সহকারে সাধারণ মানুষের হাতে শিগ্রই পৌছে দেওয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি বইয়ের বিষয়টি সকলকে অবগত করার জন্য আহবান জানান।

৫৪১ পড়েছেন