
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছেন তার স্ত্রী আরজুমান আরা বেগম। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের বাসায় সাংবাদিকদের আলাপকালে তিনি এসব দাবি জানান।
আরজুমান আরা বেগম বলেন, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিকসসহ নানা জটিল রোগে আক্রান্ত তিনি। এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন করোনায়। দুই বারই তিনি মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন। বর্তমানে কারাগারে তিনি খুব অসুস্থ হয়ে পড়ছেন।
আরজুমান আরা বেগম বলেন, আমার স্বামীর (রুহুল কবির রিজভী) আগের রোগগুলো আরও বেড়েছে। করোনায় তার ফুসফুসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে সবসময় গরম পানি খেতে হতো। কারাগারে সে সুবিধা পাচ্ছেন না। তিনি অতীতে ডিভিশন পেলেও এখনো তাকে ডিভিশন দেওয়া হয়নি। এতটাই অসুস্থ হয়ে পড়ছে যে তিনি অন্যের সহায়তা ছাড়া একা চলাফেরা করতে পারে না। বাথরুমেও যেতে হয় অন্যের সহায়তায়। তিনি অবিলম্বে রিজভীর সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান।
গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে রুহুল কবির রিজভীকে গ্রেফতার করে। তিনি কারাগারে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com