
সিলেট এইজ ডেস্ক: ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে খুলনার ‘বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়ের’ প্রথম পুনর্মিলনী। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মিলন মেলার শেষ হয়। ১৯৭৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ৪৭ বছরের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণটি ছিলো প্রাক্তন শিক্ষার্থীদের কলকাকলীতে মুখরিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র পোস্ট মাস্টার জেনারেল জুবাইদা গুলশান আরা এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী পোস্ট মাস্টার জেনারেল (নিরাপত্তা) ফিরোজ আহমেদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এফ এম হারুন-অর-রশীদ আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে শেখ মনিরুল ইসলাম, মোঃ শাহজাহান, এস.এম আব্দুল মতিন, মোঃ খলিলুর রহমান ও রহমত কবির। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো জমকালো র্যালি, অতিথি বরণ, প্রাক্তণ শিক্ষকদের বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, স্মৃতিচারণমূলক বক্তব্য। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদুল্লাহ, সরকারি বি.এল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সহ-সভাপতি রাশিদুল ইসলাম।এরপর প্রাক্তন শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম। আয়োজক কমিটির পক্ষে বক্তব্য রাখেন পরিমল মন্ডল, কবিরুজ্জামান ও অহিদুল ইসলাম তনু। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রাক্তণ শিক্ষার্থী পিএমজি অফিস সুপার শহীদুল্লাহ বাবলু, জহিরুল আলম রিয়াদ এবং চৌধুরী মুশফিকুর রহমান। রাত ৯টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে রফেল ড্রর মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয় আগামী ২০২৫ সাথে বিদ্যালয়ের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান ব্যাপক ভাবে আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com