Sharing is caring!
সিলেট এইজ: রাশিয়ার সাইবেরীয় শহর কেমেরভোতে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। খবর: বিবিসি’র। দুই তলা কাঠের ভবনে গভীর রাতে আগুন লেগে যায়। দ্বিতীয় তলার পুরোটি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েক ডজন কর্মী ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, উষ্ণায়নকারী বয়লারের ত্রুটির কারণে আগুন লেগেছিল।রাশিয়ার সংবাদ সংস্থা তাস স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, বৃদ্ধাশ্রমটি অবৈধভাবে ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। এর আগে ২০১৮ সালে কেমেরভো শহরের একটি অবকাশ কেন্দ্রে আগুনের ঘটনায় ৩৭ শিশুসহ ৬০ জনের প্রাণহানি ঘটে।
৫৬২ পড়েছেন