
সিলেট এইজ ডেস্ক: সুনামগঞ্জে জামায়াতের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উকিলপাড়া এলাকা থেকে পুলিশ এই চারজনকে আটক করে। পুলিশ জানায়, মিছিলকারীরা নাশকতার ষড়যন্ত্র করছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির গণমিছিল চলাকালে কাজীর পয়েন্ট এলাকা থেকে জামায়াতের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলকারীরা উকিলপাড়া এলাকায় পৌঁছালে পুলিশ ধাওয়া দেয়। এসময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে চার জামায়াত কর্মীকে আটক করেছে। এরা হচ্ছে, শহরতলির ছমেদনগর এলাকার আশরাফ আলীর ছেলে জুয়েল মিয়া (১৬), সে ইসলামী ব্যাংকের মঙ্গলকাটা বাজারের এজেন্ট। বিশ^ম্ভরপুর উপজেলার ডলুরা গ্রামের রমজান আলীর ছেলে আমিরুল ইসলাম (২৫), সে স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও ওষুধ ব্যবসায়ী। সদর উপজেলার আলমপুর মসজিদের মুয়াজ্জিন মঈনুল ইসলাম (২১), সে আলমপুর গ্রামের আতাউর রহমানের ছেলে এবং বিশ্বম্বরপুর উপজেলার গুলগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুন নুর (২২)। এরা সকলেই একসময় ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছিল। এখন জামায়াতের সঙ্গে যুক্ত। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবু সাঈদ জানান, পুলিশের কাছে তথ্য ছিল মিছিলকারীরা নাশকতার ষড়যন্ত্র করছে। একারণে পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com