
সিলেট এইজ ডেস্ক: সাত বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এক বছর আগে এই দম্পতির ছাড়াছাড়ি হলেও এতদিন বিষয়টি গোপন ছিল। তবে বিভিন্ন সূত্রে খবরটি জানা গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে বিচ্ছেদ নিয়ে নিজেই মুখ খুললেন স্বাগতা। স্বাগতা জানান, দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই দুই পরিবার মিলে একটা পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এই অভিনেত্রী বলেন, আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা- প্রশ্নে স্বাগতা বললেন, কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবন চলার পথে কারো না কারো সঙ্গে সম্পর্কে জড়ায়। তবে এখনো তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়। ‘যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।উল্লেখ্য, ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন স্বাগতা। শিগগিরই শুরু করবেন ‘কাইজার’–এর সিকুয়েল। এছাড়া কয়েক দিন আগে স্বাগতা একটি রিয়েলিটি শোর উপস্থাপনা শেষ করেছেন। শুটিংয়ে ব্যস্ত আছেন ‘দেয়ালের দেশ’ নামর আরেকটি চলচ্চিত্রের। সম্প্রতি তার অভিনীত ‘অসম্ভব’ চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com