সিলেট অফিস: সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল। নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তার পিতার নাম মছদ্দর আলী। তিনি জৈন্তাপুর থানার গুয়াবাড়ি আদর্শ গ্রামের বাসীন্দা। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বিষটি সিলেটভিউকে নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ব্যক্তি গত রাতের কোনো একসময় ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে গিয়েছিলেন। এসময় খাসিয়ার একটি দল তাকে গুলি করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com