• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের মনোনয়নে এমপি হতে চান নায়িকা মাহিয়া মাহি

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২২
আওয়ামী লীগের মনোনয়নে এমপি হতে চান নায়িকা মাহিয়া মাহি

Sharing is caring!

বিনোদন ডেস্ক: রাজনীতিতে সক্রিয় হয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ হতে চান তিনি। এ জন্য দলটির প্রার্থী হতে মনোনয়ন ফরম নিচ্ছেন। আগামী ২৯ ডিসেম্বর বিকেলে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে গিয়ে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন বলে সমকালকে নিশ্চিত করেছেন ঢাকাই ছবির এই নায়িকা।  মঙ্গলবার সমকালকে মাহি বলেন, “শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না, তাই আমি অংশ নিতে চাচ্ছি। পরশু মনোয়ন ফরম কিনব।সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারও রাজনীতির সঙ্গে জড়িত। মাহির স্বামী গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য। মূলত স্বামীর মাধ্যমে রাজনীতির ময়দানে পা রাখেন এই অভিনেত্রী। মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। উপনির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে তিনি ওই এলাকায় গণসংযোগও শুরু করেছেন।

৬৫৬ পড়েছেন