
সিলেট এইজ ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ছাত্রকে যৌননিপীড়নের অভিযোগে আকবর হোসেন নামের মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাটারিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। বিকেলে শিশুর বড় ভাইয়ের করা মামলায় ওই শিক্ষককে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার আকবর উপজেলার পাটারিরহাট এলাকার মো. বাবুলের ছেলে ও কমলনগরের হাজিরহাট পশ্চিম বাজারের মারকাজ মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক। বর্তমানে তিনি থানা হাজতে আছেন। বুধবার (২৮ ডিসেম্বর) তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।শিশুটির পরিবারের লোকজন জানান, এক বছর আগে শিশুটিকে ওই মাদরাসার নুরানি বিভাগে ভর্তি করা হয়। এক মাস ধরে ক্লাসের বিরতির সময় শিশুটিকে ডেকে নিয়ে শিক্ষক আকবর নিপীড়ন করতেন। ঘটনাটি শিশুটি কাউকে জানায়নি। একপর্যায়ে ২০ ডিসেম্বর ঘটনাটি সে পরিবারের সদস্যদের জানায়। বিষয়টি মাদরাসা সুপার ও স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়।এ ঘটনায় আকবর চাকরি থেকে অব্যাহতি নেন। কিন্তু মাদরাসা থেকে কোনো ধরনের পদক্ষেপ না নিয়ে উল্টো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়রা এ ঘটনার বিচার না করায় সোমবার (২৬ ডিসেম্বর) শিশুটির বড় ভাই থানায় অভিযোগ দেন। পুলিশ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে শিক্ষককে আটক করে। মামলা রুজু হলে তাকে গ্রেফতার দেখানো হয়।স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার সর্দার বলেন, একটি শিশুকে শারীরিক যৌন নিপীড়নের অভিযোগ শুনেছি। পরে মাদরাসার কথা চিন্তা করে শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষককে ক্ষমা করে দিতে শিশুটির পরিবারকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা পুলিশকে জানায়। এতে পুলিশ তাকে গ্রেফতার করে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, শিশুটিকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এতে শিশুর বড় ভাই বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার শিক্ষককে বুধবার লক্ষ্মীপুর আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com