
সিলেট এইজ: করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অদ্ভুত কাণ্ড ঘটালো পাকিস্তান। বাবর আজমের জ্বর হওয়ায় তৃতীয় দিন সকালে ফিল্ডিং করতে নামতে পাারেননি। তার জায়গায় বদলি হিসেবে নামেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান এই টেস্টের একাদশে নেই। তার বদলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে। কিন্তু এর আগে বাবরের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা রিজওয়ান মাঠে নেমেই শুরু করেন ‘অধিনায়কত্ব’। স্পষ্ট দেখা যায়, তিনি মাঠে ফিল্ডিং সাজাচ্ছেন। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, রিজওয়ানকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে বলেছিল টিম ম্যানেজম্যান্ট। সেই অনুযায়ী অনেকটা সময় মাঠে তৎপরতাও দেখা যায় বদলি এই ফিল্ডারের। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী বদলি ফিল্ডার অধিনায়কত্ব করতে পারবেন না। সেটা জানার পর ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় সরফরাজকে। তিনিই রিভিউ নিয়েছেন। তবে রিভিউ নেওয়ার সময়ও রিজওয়ান পাশে দাঁড়িয়ে ‘বুদ্ধি’ দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, আসলে অধিনায়ক কে? এদিকে শুধু বাবর নন, এই টেস্টে খেলা পাকিস্তানের আরও দুই ক্রিকেটার জ্বরে আক্রান্ত হয়েছেন। তারা হলেন শান মাসুদ এবং আঘা সালমান। দুজনেরই বদলি ফিল্ডার নামাতে হয়েছে পাকিস্তানকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com