
সিলেট এইজ : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বলে কোন শব্দ নেই। এই দেশে যারা বসবাস করে তারা সকলই এ দেশের নাগরিক। সব ধর্মের মানুষ মহান মুক্তিযুদ্ধ করেছে। সকলের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের মিলনায়তনে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার সকল ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে ব্যাপক কাজ করছেন। ইতোমধ্যে ৪৬৪ টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, সকল ধর্মে কিছু অপশক্তি রয়েছে যারা সুযোগ খুজে আমাদের সম্প্রীতি বিনষ্ট করার। তাই সবাইকে সর্তক থাকতে হবে। জেলা প্রশাসক মো.মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আল আজাদ, মুহিত চৌধুরী। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো.মজিবর রহমান বলেন, আমাদের সংবিধানে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষিত করা হয়েছে। তিনি বলেন, একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেই আমরা সম্প্রীতির সমাজে বসবাস করতে পারবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, পুলিশ, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com