Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যায় এমনিতেই সিলেটের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক হতদরিদ্র মানুষ এখনো তাদের ঘরবাড়ী সংস্কার ও নির্মাণ করতে পারছেনা। এরমধ্যে দিন দিন সিলেটে শীতের তীব্রতা বাড়ায় অসহায় হতদরিদ্র মানুষ সীমাহিন দুর্ভোগে দিনাতিপাত করছে। সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। জামায়াত শীতার্তদের পাশে রয়েছে। সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন। তাহলে অসহায় মানুষের শীত নিবারণের পথ প্রশ্বস্ত হবে। তিনি মঙ্গলবার রাতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১১নং ওয়ার্ডের লালাদিঘীর পাড় এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ১১নং ওয়ার্ড সভাপতি হাফিজ আব্দুল হালিমের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাহমুদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম ও সেক্রেটারী পারভেজ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বি মোঃ রফিকুল ইসলাম ও জামায়াত নেতা মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
এ দিকে খাদিমপাড়ায় জামায়াতের শীতবস্ত্র বিতরণ : সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শহরতলীর খাদিমপাড়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে খাদিমপাড়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল। শাহপরান থানা জামায়াতের আমীর শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা আব্দুল্লাহ সাদিক, সেলিম উদ্দিন, উত্তর পীরের চক মসজিদের সহকারী মোতয়াল্লী নাজির আলী, জামায়াত নেতা নেতা নোমান আহমদ, বদরুল ইসলাম ও আবুল কাশেম প্রমূখ।
৫৪০ পড়েছেন