
সিলেট এইজ ডেস্ক: নরসিংদীতে দুই আনসার সদস্যের কাছ থেকে লুট করে নেওয়া গুলিভর্তি দুটি শটগান উদ্ধার করেছে পুলিশ। তবে ১০ রাউন্ড গুলির মধ্যে উদ্ধার হয়েছে দুই রাউন্ড। পাশাপাশি লুটের ঘটনায় অভিযুক্ত আন্ত জেলা ডাকাতদলের ১০ জনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই পেশাদার ডাকাত।তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ডাকাতির ও অস্ত্র আইনে মামলা রয়েছে। বাকিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে জানিয়ে আজ সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর গনি মল্লিকেরকান্দি এলাকার আনোয়ার দেওয়ান (৪২), একই উপজেলার দাইমুদ্দিন খলিফারকান্দি এলাকার মো. দেলোয়ার খলিফা (৩৭), একই এলাকার মতি খলিফা (৪২), বিকিনগর এলাকার মোসা. আলেয়া বেগম (৪৫), মাদারীপুরের উত্তর কাউয়াকুড়ি এলাকার মো. কালু হাওলাদার (৩৮), একই এলাকার মো. ফরিদ হাওলাদার (৪৫), শিবচর উপজেলার হাজী জব্বর হাওলাদারকান্দি এলাকার মো. ফারুক খা (২১), বাগেরহাট ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার শেখ আল মামুন (৩২), বাগেরহাট সদর উপজেলার আফরা এলাকার আনোয়ার হোসেন (৫৭) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাজিবিশারা এলাকার মো. শফিকুল ইসলাম (২৭)।পুলিশ সুপার জানান, গত ২৬ ডিসেম্বর রাত ১০ টায় চারজন আনসার সদস্য চারটি শটগান ও ২০ রাউন্ড গুলি নিয়ে নরসিংদী বড় বাজারের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। রাত দেড়টার দিকে তারা বাজারের পেঁয়াজপট্টি এলাকায় গেলে ১৭-১৮ জন আন্ত জেলা ডাকাত তাদেরকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে দুটি শটগান ও ১০ রাউন্ড গুলি লুটে নেয়। পরে তাদের দুই হাত পেছন দিক থেকে দড়ি দিয়ে বেঁধে বেড়িবাঁধ দিয়ে চলে যায়। এ ঘটনায় নরসিংদী সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুন নাহার বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর জেলা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় নরসিংদী, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে ১০ জন ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শফি মোল্লার জাজিরা উপজেলার মোড়লকান্দি এলাকার বাড়ি থেকে দুটি শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মূলত নরসিংদী বাজারের স্বর্ণপট্টিতে ডাকাতির উদ্দেশ্যেই তারা এসেছিল বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com