• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

ফসলের মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহ

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
ফসলের মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহ

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: ফসলের মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহ। দু’চোখ যেদিকে যায় হলুদে হলুদে ছেয়ে গেছে ফসলের মাঠ। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে গোটা মাঠ। সরিষার ফুলে আকৃষ্ট হয়ে মৌমাছিরা মধু আহরণে ব্যস্ত।এমন নয়নাভিরাম দৃশ্য চোখে পড়ে দিনাজপুরের বোচাগঞ্জে গেলে। উপজেলার সরিষাচাষিদের চোখে মুখে তাই আনন্দের ছোঁয়া।সরেজমিন সরিষার মাঠ ঘুরে দেখা যায়, সরিষার হলদে ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। দেখে মনে হবে যেন হলদে রাজকুমারীর গায়ে হলুদ। এই হলদিয়া মাঠে এসেছে মৌমাছি থেকে শুরু করে অন্যান্য পাখি।উপজেলার ৩ নম্বর মুশিদহাট ইউনিয়নের সরিষা চাষি জগদীশ চন্দ্র রায় বলেন, গত বছর ১ একর জমিতে ভালো ফসল হয়েছে। খেয়ে-দেয়ে ২০ হাজার টাকা লাভ হয়েছে। তিন বছর থেকে সরিষার আবাদ করছি। গত বছরের থেকে এ বছর ফলন ভালো হয়েছে।সরিষা চাষি স্বপ্ন রায় বলেন, গত বছর অল্প জমিতে সরিষা আবাদ করেছিলাম। সরিষার দাম ভালো পাওয়া এবার ১ একর জমিতে সরিষা আবাদ করছি।বোচাগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আরিফ আফজাল বলেন, চলতি বছর সরিষার আবাদের লক্ষমাত্রা ছিল ২ হাজার ২৫০ হেক্টর যা অর্জিত হয়েছে ২ হাজার ৪৭৫ হেক্টর। গত বছর ১ হাজার ৭৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিল। সরকার আগামী তিন বছর সরিষার উৎপাদন ৪০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। তবে চলতি বছরই আমাদের উপজেলায় সরিষা আবাদ ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

৬৬১ পড়েছেন