
সিলেট এইজ নিউজ : বিদেশে অবস্থান করে কেউ দেশ বা সরকার নিয়ে অপপ্রচার চালালে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন দেশে বাংলাদেশি রাষ্ট্রদূতদের এ বিষয়ে তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২ জানুয়ারি) বেলা ২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার চিন্তিত নয় বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নির্বাচনের নিয়মেই হবে। সময়মতো এবং সুষ্ঠুভাবে হবে। এখানে সব দল আসলে ভালো, কেউ না আসতে চাইলে না আসবে। গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটা পাগলা বলল ১০ ডিসেম্বরের পর নতুন সরকার হবে। পাগল ছাড়া এটা কেউ বিশ্বাস করে নাই। বাংলাদেশের মানুষ বোকা না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com