• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যৌনপল্লীর বাসিন্দাদের উদ্দেশে যা বললেন ডিসি

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৩
যৌনপল্লীর বাসিন্দাদের উদ্দেশে যা বললেন ডিসি

Sharing is caring!

সিলেট এইজ : শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় মুক্তি মহিলা সমিতির হল রুমে তিনি ৩২৫ জন শীতার্ত নারীর মাঝে কম্বল বিতরণ করেন।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যৌনপল্লীর বাসিন্দাদের উদ্দেশ্যে ডিসি বলেন, আপনারা একা নন, অসহায়ও নন। আপনারা এই জেলারই মানুষ। আপনাদের বিপদে-আপদে আমরা সব সময়ই আপনাদের পাশে রয়েছি। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, এসিল্যান্ড মো. আশরাফুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, এনজিও আশার রাজবাড়ীর সিনিয়র জেলা ব্যবস্থাপক (ডিএম) মো. শমসের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মণ্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য কল্যাণ সমিতির সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু।

৫৭৮ পড়েছেন