• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রেমের টানে জার্মান তরুণী এখন সিলেটে,বসলেন বিয়ের পিড়িতে

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৩
প্রেমের টানে জার্মান তরুণী এখন সিলেটে,বসলেন বিয়ের পিড়িতে

Sharing is caring!

সিলেট এইজ: প্রেমের টানে সুদূর জার্মানি থেকে এক তরুণী ছুটে এসেছেন সিলেটের বিশ্বনাথে। এরপর বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন প্রেমিকের সাথে। এ নিয়ে এখন বিশ্বনাথে ব্যাপক আলোচনা চলছে। জার্মান ওই তরুণীর নাম মারিয়া। তার প্রেমিক বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে আব্রাহাম হাসান নাঈম। গত বৃহস্পতিবার জাঁকজমক আয়োজনে বিয়ে হয় তাদের।
জানা গেছে, নাঈমের সঙ্গে মারিয়ার পরিচয় হয় বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে। ধীরে ধীরে নাঈম ও মারিয়ার মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে উভয়ের পরিবার তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মারিয়া জার্মানি যেতে আমন্ত্রণ জানান নাঈমকে। তবে নাঈম মারিয়াকে বাংলাদেশে আসতে বলেন।এরই প্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর বাংলাদেশে আসেন মারিয়া। বড়সড় আয়োজনের মধ্য দিয়ে গতকাল মুসলিম রীতিতে তাদের বিয়ে দেওয়া হয়।এ বিয়ে নিয়ে এলাকায় ছিল ব্যাপক কৌতুহল। জার্মান তরুণীকে দেখতে বিপুল সংখ্যক মানুষ নাঈমের বাড়িতে ভিড় করেন। নাঈমের চাচাতো ভাই আবদুল বাতিন জানান, মারিয়া জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ ছাড়া পিএইচডিও করছেন তিনি।এদিকে, নিজের দাম্পত্য জীবনের জন্য সবার শুভকামনা চেয়েছেন নাঈম-মারিয়া দম্পতি।

৩,২৫৯ পড়েছেন