• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাকিব আল হাসান চাইলেই হতে পারেন বিপিএলের সিইও

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৩
সাকিব আল হাসান চাইলেই হতে পারেন বিপিএলের সিইও

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: দিন দুয়েক আগেই সাকিব আল হাসান মন্তব্য করেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। জানিয়েছিলেন, বিপিএলের অবস্থা একেবারে যা তা। তিনি বিপিএলের সিইও হলে টুর্নামেন্ট আরও গোছানো হতো। এমনকি টুর্নামেন্ট গোছাতে লাগবে মাত্র ১ থেকে ২ মাস। তার এমন বক্তব্যের পর এবার মুখ খুলেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।সাকিব আল হাসানের সমালোচনার জবাব দিয়ে তাকে বিপিএলের সিইও হওয়ার আহ্বান জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। শুক্রবার বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ সোহেল বলেন, ‘সাকিব চাইলে পরের আসরেই তাকে সিইওর দায়িত্ব দেয়া হবে। সাকিব যদি চায় তাহলে সামনে বছর থেকেই বিপিএল সিইওর দায়িত্ব পালন করুক।’সোহেল আরও বলেন, ‘এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ বছর ধরে কাজ করেও জনগনকে সন্তুষ্ট করতে পারেননি। অনেকে বলে উন্নতি হয়নি। সিনেমা দেখে বাস্তবতা পূরণ হয় না। যেহেতু গভর্নিং কাউন্সিলের ভূমিকা এখানে কিছু নেই। পরবর্তী বছর সে সিইও হিসেবে আসুক। এসে বিপিএলে কাজ করুক, আমাদের সাহায্য করুক। এখন সে খেলছে, খেলা ছেড়ে তো আসতে পারবে না। তাই পরবর্তী বছর চলে আসুক।’এ সময় বিপিএলে কেন প্রচার বা প্রচারণা নেই, এবং ডিআরএস কেন নেই সে বিষয়ে প্রশ্ন করলে শেখ সোহেল জানান, মূলত অর্থনৈতিক মন্দার কারণেই প্রচার-প্রচারণা নেই এবং ডিআরএসও রাখা হয়নি।

৫৯৪ পড়েছেন