
বগুড়া প্রতিনিধি: ফের একবার সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখেছিলেন ফেসবুক ও ইউটিউবের ভাইরাল তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই মতো বগুড়ার দুটি আসন থেকে মনোনয়নপত্রও কিনেছিলেন। কিন্তু আবারও স্বপ্নভঙ্গ স্বঘোষিত হিরোর। এর আগে তো নির্বাচনে লড়ার সুযোগ পেয়েছিলেন। এবার তার দুটি মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করা হয়েছে।রবিবার দুপুরে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে এই আদেশ দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা কারণ দেখিয়েছেন, হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থন না পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।এদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রসঙ্গে হিরো আলম বলেছেন, আমি আগেরবার যে ভুল করেছি সে ভুলটা এবার করিনি। এবার আমি একশো পারসেন্ট ভুল করিনি। এরপরও আমার দুটি আসনেই মনোনয়নপত্র বাতিল করা হলো। আমি আজ রাতে ঢাকায় যাবো। আগামীকাল রিট করবো।গত ২ জানুয়ারি বগুড়ার শূন্য দুটি আসনের উপনির্বাচনে প্রার্থী হতে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম। আসন দুটি হলো বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এবং বগুড়া-৬ (সদর)।সে সময় হিরো আলম বলেছিলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি এই মুহুর্তে আমার নির্বাচনী এলাকা বগুড়া-৪ আসনে আছি। আমি ইতোমধ্যে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছি। কিছুক্ষণ পর ফেসবুকে মনোনয়নপত্র সংগ্রহের ছবি পোস্ট করে দেবো।এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ের পর সে সময়ও দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থীতা ফিরে পেয়েছিলেন হিরো আলম।এরপর ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন স্বঘোষিত এই হিরো। কিন্তু সংসদ সদস্য হওয়ার স্বপ্ন তার পূরণ হয়নি। নির্বাচনের দিন কারচুপি ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। হয়েছিলেন শারীরিক নির্যাতনের শিকারও। এবার কী হয় সেটাই দেখার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com