• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিএমপিতে ৬ ওসিসহ ১১ কর্মকর্তার বদলি

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৩
ডিএমপিতে ৬ ওসিসহ ১১ কর্মকর্তার বদলি

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬ ওসিসহ নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। ১১ কর্মকর্তার মধ্যে যাত্রাবাড়ি থানার ওসি মাজহারুল ইসলামকে তেজগাও শিল্পাঞ্চল থানার ওসি, তেজগাও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালামকে গোয়েন্দা মতিঝিল বিভাগে, শ্যামপুর থানার ওসি মফিজুল ইসলামকে যাত্রাবাড়ি থানায়, ডিএমপির পিআরএন্ডএইচআরডি বিভাগের পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি, ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এর পরিদর্শক মো. শাহীনুর রহমানকে কোতোয়ালী থানার ওসি, কোতোয়ালী থানার ওসি মো. মিজানুর রহমানকে মতিঝিল থানার ওসি, মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাতকে ডিএমপির অপরাধ বিভাগে বদলি করা হয়েছে। আর বংশাল থানার ওসি আবুল খায়েরকে ডিএমপির অপরাধ বিভাগে, গোয়েন্দা মতিঝিল বিভাগের পরিদর্শক মো. মজিবুর রহমানকে বংশাল থানার ওসি, ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের পরিদর্শক মো. আজহারুল ইসলামকে যাত্রাবাড়ি থানার পরিদর্শক তদন্ত ও গেন্ডারিয়া থানার পরিদর্শক অপারেশন প্রেমদাস রায়কে হাজারীবাগ থানার পরিদর্শক অপারেশন হিসেবে বদলি করা হয়েছে।

৫৫৮ পড়েছেন