Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক: ছদ্মবেশে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের গাইনি ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে আটক করে দুদকের একটি টিম। আটককৃতরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার মৃদুল বৈদ্যর ছেলে রাজীব বৈদ্য (২৮) ও কুমিলতার কোদালকাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. হাসান (২২)। অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফয়সাল কাদের বলেন, দুদকের অভিযোগ নাম্বার ১০৬ এ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। দালালদের ধরতে আমাদের এক কর্মকর্তা রোগীর স্বজনের ছদ্মবেশে হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে দালালদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা সুলভ মূল্যে ওষুধ কিনে দেওয়ার কথা বলে ওই কর্মকর্তার সঙ্গে প্রতারণার চেষ্টা করে। তিনি বলেন, এসময় দুদকের টিম দেখতে পায়, ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েকজন ব্যক্তি আর্থিক সুবিধাও নিচ্ছে। হাসপাতালের আরও কয়েকটি স্থানে দুদক টিম প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করে নানা বিষয় পর্যবেক্ষণ করে। এ সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফয়সাল কাদের বলেন, আটককৃতরা ওষুধ কিনে দেওয়া, সহজে চিকিৎসা সেবা পাইয়ে দেওয়াসহ নানা প্রতিশ্রুতি দিয়ে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে প্রতারণা করে আসছিল। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের গাইনি বিভাগে অভিযান পরিচালনা করে দুদকের একটি টিম দুইজন বহিরাগতকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে প্রতারণা মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
৫৪৫ পড়েছেন