• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে কৃষি ঋণ মেলা ২০২৩ এর উদ্বোধন

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৩
সিলেটে কৃষি ঋণ মেলা ২০২৩ এর উদ্বোধন

সিলেটে কৃষি ঋণ মেলা ২০২৩ এর উদ্বোধন

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু বলেছিলেন কৃষি উন্নয়নের জন্য দরকার কৃষি গবেষণা। কৃষি নিয়ে কিছু চিন্তা ভাবনা করলে এই মানুষগুলোকে যদি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে বাংলাদেশকে বদলে দিতে পারবে। এইযে অভূতপূর্ব বঙ্গবন্ধুর এ সিদ্ধান্ত সঠিক ছিল তা প্রমান পাওয়া গেল ৫১ বছর বয়সে যা বাংলাদেশ দেখতে পারছে। তিনি বলেন, এখন বাংলাদেশে ১৭টি রির্সাচ প্রতিষ্টান কাজ করছে। বাংলাদেশের জনগনের জন্য গবেষণা করতে হবে। গবেষনা হবে কৃষিভিত্তিক গবেষেণা। কৃষকের কাছে প্রযুক্তি দিতে হবে তবেই তারা তার জীবনকে পরিবর্তন করতে পারবে। এ লক্ষেই এ গবেষণা প্রতিষ্টিত হয়েছে। কৃষি গবেষণা, ধান, বিনা, বারি, তুলসহ বিভিন্ন ফসলের আলাদা আলাদা গবেষণা করা হচ্ছে। এর ফলে ধান উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ বিপ্লব ঘটেছে। যার ফলে আগের তুলনায় আমাদের উৎপাদন বেড়েছে। কৃষি ঋণ মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন এ কথাগুলো বলেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জেলা স্টেডিয়াম এলাকায় এ কৃষি ঋণ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক একেএম এহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

৫৮৮ পড়েছেন