
সিলেট এইজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় বাইপাস সড়কের মোমিনখলা এলাকার নিউ শাপলা আবাসিক হোটেল থেকে নিলীমা বেগম লিলি (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।বুধবার রাতে দক্ষিণ সুরমা থানায় হোটেল মালিক ও লিলির কথিত প্রেমিক জহির মিয়াসহ তিন জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর বাবা নুরুল হক।দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, বৃহস্পতিবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লিলির লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান, হোটেল মালিক জহির ও তার দুই কর্মচারীকে মামলায় আসামি করা হয়েছে। ঘটনার পর তারা পালিয়ে গেছেন। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।লিলির বাবা নুরুল হক অভিযোগ করে বলেন, তার মেয়েকে প্রেমে ফাঁসিয়ে জহির অসামাজিক কার্যকলাপে বাধ্য করার চেষ্টা করেছিল। নিউ শাপলা আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছে। তিনি ধারণা করছেন, লিলিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে কিংবা তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।বুধবার দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ শাপলা হোটেলের দ্বিতীয় তলার ১০৫ নম্বর কক্ষ থেকে নিলীমা বেগম লিলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। হোটেলের মালিক জহির মিয়ার সাথে লিলির সম্পর্ক ছিল। সে কারণে তিনি প্রায়ই সেখানে আসতেন বলে জানিয়েছে পুলিশ। লিলি সিলেটের ওসমানীনগর উপজেলার দুলিয়ারবন্দ গ্রামের নুরুল হকের মেয়ে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com