• ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের শীতবস্ত্র বিতরণ ও ডিনার মিটিং অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৩
এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের শীতবস্ত্র বিতরণ ও ডিনার মিটিং অনুষ্ঠিত

Sharing is caring!

সিলেট এইজ: এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের ৬২৩তম ডিনার মিটিং ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান গত ২৭ জানুয়ারি শুক্রবার রাত ৭টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়। এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সভাপতি এপেক্সিয়া এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে ডিনার মিটিং ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সেবা পরিচালক শাহেদুর রহমান শাহেদ, এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের লাইফ মেম্বার এপে. ছয়ফুল করমি চৌধুরী হায়াত, পিডিজি ৪ এপে. আহমদ জাকারিয়া ও এপে. এডভোকেট মাসুম আহমদ, এপেক্স বাংলাদেশ জেলা-৪ সেক্রেটারী এপে. জামিল চৌধুরী। আরও উপস্থতি ছিলেন এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর সদ্য অতীত সভাপতি এপে. কৃষিবিদ এ.কে. আজাদ ফাহিম, অতীত সভাপতি এপে. হাফিজ আব্দুর রহমান, এপে. নাজমুল হুদা, সিনিয়র সহ সভাপতি এপে. মনিরুজ্জামান রাসেল, বোর্ড ডিরেক্টর এপে. ফখরুল হাসান পাপ্পু, সিলেট ক্লাব এর সভাপতি আশীষ রায়, সিনিয়র সহ সভাপতি মুস্তাফজিুর রহমান, সুনামগঞ্জ ক্লাবের সভাপতি এপে. এডভোকেট আলাউদ্দিন, সুরমা ভিউ ক্লাবের ফাউন্ডার সভাপতি এপে. আদিল হোসেন, সিনিয়র সহ সভাপতি হাবীবুন্নবী সাহেদ, ফাউন্ডার সেক্রেটারী এপে. হাফজি শাহ আদনান প্রমূখ। ডিনার মিটিং ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে জাতীয় সেবা পরিচালক এপে. শাহেদুর রহমান শাহেদ এর জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদনি উদযাপন করা হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি

৫৪৭ পড়েছেন