• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না : তোফায়েল আহমেদ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৩
দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না : তোফায়েল আহমেদ

Sharing is caring!

সিলেট এইজ : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নতুন করে ১০ দফা দাবিতে রাজপথে নামছে। তাঁরা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায়। এটি অবাস্তব দাবি, যার কোনো মূল্য নেই। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংবিধান অনুসারে বর্তমান ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হবে। শনিবার ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাকার মাথায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, এ বছরের শেষে নির্বাচন। সবাই মিলে গ্রামে-গঞ্জে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যদি আবারও প্রধানমন্ত্রী হন, দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। দিনভর সদর উপজেলার পরানগঞ্জ, জংশন ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক পথসভায় বক্তব্য দেন তিনি। নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে দেখা করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু ও জেলা আওয়ামী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

৫৪০ পড়েছেন