
সিলেট এইজ নিউজ: মাত্র তিন দিন আগে সিলেট মহানগরের বন্দরবাজারের জেলরোড এলাকা থেকে নগরীর চিহ্নিত চারজন ছিনতাইকারীকে আটক করে এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। সেই অভিযানে নেতৃত্বদেন ফাঁড়ির আইসি সাজেদুল করিম সরকার । এর আগে কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে বন্দরবাজার ফাঁড়ি ও কতোয়ালী থানার পুলিশ ছিনতাইকারীদের গডফাদার শহীদসহ আরো চার ছিনতাইকারীকে আটক করে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজেদুল করিম সরকারের নেতৃত্বে একদল পুলিশ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে এই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার নান্দিনা গ্রামের আব্দুস সালামের ছেলে মো. সাগর উরফে টুকাই সাগর (২৮), কুমিল্লা জেলার দেবীদ্বার থানার এগারগ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে ইব্রাহিম খলিলুর রহমান (৩২) ও সিলেটের জালালাবাদ থানার সাদিপুর মইয়ারচর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জামাল আহমদ (৩২)কে। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৩টি ধারালো চাকু জব্দ ও ছিনতাইকৃত ৩টি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বন্দবাজার ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম জানান, বন্দরবাজার এলাকার কারারক্ষীদের পুরাতন পরিত্যক্ত ঘর গুলিতে ছিনতাইকারীরা তাদের আশ্রয় কেন্দ্র গড়ে তুলে। নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে নিরাপদে এখানে অবস্থান নিতো। ফলে ছিনতাইয়ের সকল দায় বার বন্দর ফাঁড়ির উপরে চলে আসতো। সম্প্রতি সময়ে থানার ওসি ও ডিসি উত্তর জোনের নির্দেশে, থানা ও ফাঁড়ির পুলিশ অভিযানে নামে। এ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৩ জন ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয় । তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে । ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com