
সিলেট এইজ : দেশে ঘনঘন বিদেশি ক‚টনীতিকদের সফর প্রসঙ্গে দেয়া পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘টুইস্ট’ (অতিরঞ্জিত করা) করার দাবি করেছেন তিনি। শুক্রবার সকালে সিলেটের জিন্দাবাজারস্থ এক হোটেলের সম্মেলনকক্ষে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত, সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড.এক আব্দল মোমেন বলেন, বিদেশি ক‚টনীতিকরা দেশে সফর প্রসঙ্গে আমি সাংবাদিকদের বলেছিলাম, বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। বিদেশি ক‚টনীতিকরা এসেছেন আমাদের সম্পর্ককে আরোদৃঢ় করতে। কিন্তু সাংবাদিকরা আমার বক্তব্যকে লিখেছেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনীতিকরা সফরে এসেছেন। আর এ বক্তব্য সবাই ‘টুইস্ট’ করেছে। পাঠক প্রিয়তা পেতে অনেকেই কোনো তথ্য যাচাই না করে শুধু টুইস্ট করে। অনুষ্ঠানে তিনি বলেন, গণমাধ্যম ছাড়া চলা সম্ভব নয়। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। সত্য তথ্য প্রকাশ করলে জাতি উপকৃত হয়। ড.মোমেন বলেন, আমরা মিথেন গ্যাস কমানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০২৫ সালের মধ্যে আমরা এসডিজিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবো। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত অনেক অবদান রাখছে। এ বিষয়টি মানুষকে জানাতে হবে। যাতে এ খাতে বিনিয়োগে মানুষ আরও উৎসাহী হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবুল। এ সময় প্রাণি সম্পদ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com