• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি নির্বাচনের নামে ভাঁওতাবাজি করছে: শেখ পরশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩
বিএনপি নির্বাচনের নামে ভাঁওতাবাজি করছে: শেখ পরশ

Sharing is caring!

সিলেট এইজ : বেগম খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নিতে পারবে না বলেই বিএনপি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।তিনি বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি ভাওতাবাজি শুরু করেছে। তারা লাশের রাজনীতি করতে চায়। লাশের মাধ্যমে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। তাদের সব চক্রান্ত প্রতিহত করা হবে।আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।শেখ পরশ বলেন, স্বাধীনতাবিরোধীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। আর স্বাধীনতাবিরোধীদের সঙ্গে রাজনীতি করে যারা সুবিধা নেয় তাদের রাজনীতিও বন্ধ করে দিতে হবে। গণরায়ের মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের সাজার আওতায় আনতে হবে। দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে সেই অপরাধে তাদের বিচার করতে হবে।অপপ্রচারের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে দাবি করে যুবলীগ চেয়ারম্যান বলেন, বিএনপি বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বিদেশিদের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। তবে যতই চক্রান্ত করা হোক, স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।তিনি আরও বলেন, এদেশের উন্নয়ন শুধু শেখ হাসিনার সরকারের আমলেই হতে পারে। বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একইভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের প্রতি শেখ হাসিনার যে দায়িত্ববোধ তা আর কোনো সরকার দেখাতে পারেনি। কিন্তু দেশের উন্নয়ন, অগ্রগতি বিএনপি-জামায়াত ও স্বাধীনতাবিরোধীদের পছন্দ হচ্ছে না।সঞ্চালকের বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত দেশ ও জাতির কল্যাণ চায় না। এদেশের মানুষ ভালো থাকুক তা সহ্য হয় না তাদের। দেশের উন্নয়ন অগ্রগতি তারা চায় না।তিনি আরও বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তাই জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে কোনোভাবেই সংগঠনটির নেতাকর্মীদের রাজপথে নামতে দেওয়া হবে না।ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

৫৮৪ পড়েছেন