• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মিঠামইন সেনানিবাস পরিদর্শনে রাষ্ট্রপতি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩
মিঠামইন সেনানিবাস পরিদর্শনে রাষ্ট্রপতি

Sharing is caring!

সিলেট এইজ : কিশোরগঞ্জের মিঠামইন সেনানিবাস এলাকা পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শুক্রবার বিকেলে সেনানিবাসে গেলে তাঁকে স্বাগত জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ জামান। সেনানিবাসের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।এ সময় কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ূয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে বাদ জুমা রাষ্ট্রপতি মিঠামইনের কামালপুরে বাবা মো. তায়েব উদ্দিন ও মা তমিজা খাতুনের কবর জিয়ারত করেন। এ সময় তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর পর মিঠামইন থেকে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন রাষ্ট্রপতি।এদিকে রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি মিঠামইন সেনানিবাস উদ্বোধনের বিষয় প্রায় চূড়ান্ত। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।

৫৭৬ পড়েছেন