
সিলেট এইজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন বিষয়ক সেমিনারের ৫৮০তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সুবীর কুশারী। সেমিনারে গেস্ট অফ অনার হিসেবে সংযুক্ত ছিলেন, গণমাধ্যম ব্যক্তিত্ব ও পিএইচডি গবেষক জামিল আহমেদ ও সফল নারী উদ্যোক্তা আমাতুন নূর শিল্পী। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন, কুস্টিয়ার খোকসা থেকে সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবির, মালেশিয়া থেকে পিএইচডি গবেষক কাজী ফারজানা ইয়াসমিন, নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতেমা তুজ জোহরা, স্বাধীনতা শিক্ষক পরিষদের নেত্রী সংগীতা বিশ্বাস ও জানিপপ'র ন্যাশনাল ভলান্টিয়ার ফেরদৌস ওয়াহিদ বাপ্পি । সেমিনারে মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার। অনুষ্টানে সভাপতির বক্তিতায় ড.কলিমউল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু জনগণের প্রকৃত বন্ধু ছিলেন। সুবীর কুশারী অনুষ্টানে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন। জামিল আহমেদ বলেন, উচ্চশিক্ষাস্তরে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। আমাতুন নূর শিল্পী বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুধু বাংলাদেশেই নয়;এটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। কাজী ফারজানা ইয়াসমিন শিক্ষার্থীদের মানবিক এবং নৈতিক মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। ফাতেমা তুজ জোহরা বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু চিরঞ্জীব। সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশন এবং আমেরিকার মিলেনিয়াম টিভি'র কান্ট্রি ডিরেক্টর ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী। সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, রাজশাহী থেকে ডা. মাহবুবুল হক ও ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা প্রমুখ উপস্তিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com