
সিলেট এইজ : চীন স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ান ঘিরে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ানকে নিজের বলে দাবি করে চীন। এই অভিযানকে দ্বীপ রাষ্ট্রের জন্য 'কঠোর সতর্কতা' বলে হুমকি দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে ক্যালিফোর্নিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের বৈঠক নিয়ে বেইজিংয়ের ক্ষোভের মধ্যেই এই মহড়া শুরু হলো। খবর বিবিসির
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৪২টি চীনা সামরিক বিমান এবং আটটি জাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। তারা বলেছে, দ্বীপের নিরাপত্তার জন্য যথাযথভাবে প্রতিক্রিয়া জানানো হবে। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পূর্ব থিয়েটার কমান্ড শনিবার সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানায়, ১০ এপ্রিল পর্যন্ত তাদের ‘যুদ্ধের প্রস্তুতিমূলক মহড়া’ চলবে। ইউনাইটেড শার্প সোর্ড নামের এ মহড়া উত্তর ও দক্ষিণে তাইওয়ান প্রণালী এবং পূর্বে সাগর এবং আকাশপথে চলছে। পিএলএ জানায়, এটি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি, বহিরাগত শক্তির যোগসাজশ ও উসকানির বিরুদ্ধে গুরুতর সতর্কতা। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ এটি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com