• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৩
পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত

Sharing is caring!

সিলেট এইজ: মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার (০৯ এপ্রিল ২০২৩) সকালে সিলেট পুলিশ লাইন্সের পুুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। একই সময় সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে সিলেট পুলিশ লাইন্স প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়। “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ“ এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট মেট্রোপলিটন পুলিশ মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচিতে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন এবং ডিবি) মোঃ জাহেদ পারভেজ চৌধুরী সহ সকল সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

৬৬২ পড়েছেন