• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বাফুফের সেক্রেটারি সোহাগকে দুই বছর নিষিদ্ধ করেছে ফিফা

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৩
বাফুফের সেক্রেটারি সোহাগকে দুই বছর নিষিদ্ধ করেছে ফিফা

Sharing is caring!

স্পোর্টস ডেস্ক: অনিয়মের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সেক্রেটারি আবু নাঈম সোহাগকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। নিজেদের ওয়েব সাইটে এক বিবৃতি দিয়ে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে। তাকে ১০ হাজার সুইস ফ্রাংক বা ১১ লাখ ৯৪ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ফিফা জানিয়েছে, ফিফার থেকে বাফুফের জন্য ফান্ড পাওয়ার জন্য ফেডারেশন সেক্রেটারি জাল বা বানোয়াট নথি ব্যবহার করেছেন বলে ফিফার স্বাধীন বিচারিক কমিটি রায় দিয়েছে। ফিফা তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে যত্নসহকারে তদন্ত করে নথি জালের প্রমাণ পেয়েছে এবং শুনানিতে ফিফার বিচারিক কমিটি সাজা নিশ্চিত করার বিষয়ে সন্তোষজনক উত্তর পেয়েছে। তার বিরুদ্ধে ফিফার আচরণবিধির ১৩ ধারা (সাধারণ কর্তব্য), ১৫ ধারা (আনুগত্য) ও ২৪ ধারা (জালিয়াতি) ভঙ্গের প্রমাণ পেয়েছে। ফিফার পক্ষ থেকে তাদের সিদ্ধান্ত আবু নাঈন সোহাগকে জানিয়ে দেওয়া হয়েছে।

৫০৬ পড়েছেন