Sharing is caring!
সিলেট এইজ : সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার বিষয় কিছু জানেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।তিনি বলেন, নথি ফাঁস হওয়ার পর হোয়াইট হাউসের সঙ্গে এ বিষয় কোনো কথা হয়নি। ফাঁস হওয়া তথ্যের সঙ্গে তার কোনো ধারণা নেই।সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তিনি ফাঁস হওয়ার পর পেন্টাগনে গোয়েন্দা তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। তিনি দাবি করেন, ফাঁস হওয়া তথ্য তার কাছে আগে ছিল না।তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দাদের ফাঁস হওয়া তথ্য ছিল না। আমি ব্যক্তিগতভাবে জানি না। এটি অবশ্যই ঠিক হয়নি। তিনি বলেন, এটিকে ইউক্রেনের জন্য লজ্জাজনক। সেই সঙ্গে হোয়াইট হাউসের জন্যও ভালো নয়। আমি বিশ্বাস করি এটি যুক্তরাষ্ট্রের জন্য অপমানের।একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, আমরা ইউক্রেনীদের সঙ্গে ফাঁস হওয়ার বিষয় যোগাযোগ করেছি। তবে সেখান থেকে কোনো সঠিক তথ্য পাইনি। তাই আমরা সেই ব্যক্তিগত আলোচনার বিষয় কিছু বলতে চাই না।মঙ্গলবার পেন্টাগন নতুন প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, জেলেনস্কির সঙ্গে এ বিষয় কথা হয়নি। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট জেলেনস্কির বিষয় কথা বলতে চাই না। যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিভাগ, ইউক্রেন এবং আমাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাতে তাদের দেশকে রক্ষা করতে এবং সার্বভৌম ভূখণ্ড ফিরিয়ে দিতে সক্ষম হওয়ার জন্য তাদের প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দেব।
৫২৭ পড়েছেন