• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডের বিমান ধরলেন মোস্তাফিজ

admin
প্রকাশিত মে ৪, ২০২৩
ইংল্যান্ডের বিমান ধরলেন মোস্তাফিজ

Sharing is caring!

সিলেট এইজ : দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিশন শেষ করে দেশে ফিরে এবার ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন পেস বোলার মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার ভারত থেকে ঢাকায় এসেই ফের ইংল্যান্ডের বিমান ধরেন তিনি। ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে এই তারকা লিখেছেন, ‘এবার জাতীয় দলের দায়িত্ব পালনের সময়। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছি। আপনাদের সবার কাছে দোয়া চাই।’ মোস্তাফিজ ইংল্যান্ডে পৌঁছে একদিন বিশ্রামে থাকবেন। শুক্রবার প্রস্তুতি ম্যাচে খেলতে পারেন তিনি। বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে হবে ৯ মে চেমসফোর্ডে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে মোস্তাফিজ ছাড়া দলের সবাইকে নিয়ে আগেই ইংল্যান্ডে পৌঁছে যান অধিনায়ক তামিম ইকবাল। আজ মোস্তাফিজও যাচ্ছেন। ফলে প্রথম ওয়ানডের আগে স্কোয়াডের সবাইকে পেয়ে গেলেন তামিম।

৬৩৬ পড়েছেন