
সিলেট এইজ নিউজ : সিলেটের গোয়াইনঘাটে সবজি বাগানের ভেতরে গাঁজার চাষ করতেন এক গাঁজা চাষি।তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে শেষ রক্ষা হলো না তার। এবার ধরা পড়লেন সেই চাষি গাঁজার গাছসহ পুলিশের হাতে। তাঁর নাম মিজান পাগলা (৬০)। গ্রেফতারকৃত মো.মিজানুর রহমান মিজান পাগলা (৬০)। তিনি গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর (ঢালার পাড়) মৃত ওহাব আলীর ছেলে। বৃহস্পতিবার (৪ মে) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার (৩ মে) রাতে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামে অভিযান চালায় পুলিশ।এ সময় মো. মিজানুর রহমান মিজান পাগলা (৬০) নামে এক বৃদ্ধের বাড়ির উঠানের পূর্ব পাশে সবজি বাগান থেকে ৬টি গাঁজার গাছ উদ্ধার ও তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল। তিনি জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-৬(০৫)২৩, তারিখ-০৪/০৫/২৩ ইং
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com