
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের অতিথি হিসেবে নিয়মিত দেখা মেলে চিত্রনায়িকা অপু বিশ্বাসের। বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন তিনি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের মেজর রাস্তা ৫ ঘণ্টা বন্ধ রেখে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে এ আয়োজন হয়ে আসছে। ব্যতিক্রম হচ্ছে না এ বছরও। এ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশের (বাফলা) উদ্যোগে দুই দিনব্যাপী এবারও হবে এই স্বাধীনতাযজ্ঞ। এতে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় তারকারা উপস্থিত থাকবেন বলে জানা যায়। এ অনুষ্ঠানে উপস্থাপনা করতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চালক দেবাশীষ বিশ্বাস। অপু বিশ্বাস বর্তমানে লসঅ্যাঞ্জেলেসে আছেন। অনুষ্ঠান শেষ করে আগামী ৯ মে লসঅ্যাঞ্জেলেসে ছাড়বেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com