• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই

admin
প্রকাশিত মে ২৭, ২০২৩
‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই

Sharing is caring!

সিলেট এ্ইজ : ‘কাফির কাফির কাদিয়ানীরা কাফির’, ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’, এরকম অসংখ্য স্লোগানে মুখরিত সিলেট নগরী। শনিবার (২৭ মে) দুপুর থেকে মহানগরীর রেজিস্ট্রারি মাঠে শুরু হওয়া সিলেটে বিভাগীয় খতমে নব্যুওয়ত মহাসমাবেশ ২টার মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়। রেজিস্ট্রারি মাঠ ছাড়িয়ে মহাসমাবেশ তালতলা, নাগরি চত্বর, কামরান চত্বরে মিশে যায়। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সিলেটে মহাসমাবেশের আয়োজন করে ওলামা পরিষদ বাংলাদেশ। মিছিলে সিলেট বিভাগের চার জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা যোগ দেন। মহাসমাবেশ সভাপতিত্ব করছেন সিলেটর শীর্ষস্থানীয় আলেম মাওলানা রেজাউল করিম জালালী। এই রিপোর্ট লেখা পর্যন্ত খতমে নব্যুওয়ত মহাসমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সহ দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন।

৬৯০ পড়েছেন