
সিলেট এইজ : কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সিলেটে বিভাগীয় খতমে নব্যুওয়ত মহাসমাবেশ জনসমুদ্রে রুপ নেয়। ওলামা পরিষদ বাংলাদেশের ব্যানারে দুপুর ১২ টার শুরু হয় এ মহাসমাবেশ। এতে যোগ দিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে ‘ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল’ নামে সিলেটের রেজিস্ট্রারি মাঠে। এসময় কাদিয়ানীদের বিরুদ্ধে নানা শ্লোগানে প্রকম্পিত হয় পুরো নগরী। মিছিলে সিলেট বিভাগের চার জেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা যোগ দেন। মহাসমাবেশ সভাপতিত্ব করছেন সিলেটের শীর্ষস্থানীয় আলেম মাওলানা রেজাউল করিম জালালী। দুপুর ১২ টা থেকে তালতলা, সুরমা মার্কেট, বন্দরবাজার এলাকায় মহাসমাবেশের কারণে যানচলা বন্ধ হয়ে যায়। এসময় নগরীর অন্য প্রধান প্রধান সড়কেও যানজট সৃষ্টি হয়। এদিকে খতমে নব্যুওয়ত মহাসমাবেশ দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com