
সিলেট এইজ : মাউরো ইকার্দির জোড়া গোলে আঙ্কারাগুকুকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে তুরষ্ক লিগে ২৩তম শিরোপা জয় করেছে গ্যালাতাসারে। এক ম্যাচ হাতে রেখে ৮২ পয়েন্ট নিয়ে ইস্তাম্বুলের ক্লাবটির শিরোপা নিশ্চিত হয়। দ্বিতীয় স্থানে থাকা চির প্রতিদ্বন্দ্বী ফেনারবাচের সংগ্রহ ৭৭ পয়েন্ট। ২০১৯ সালে সর্বশেষ লিগ শিরোপা জয় করেছিল গ্যালাতাসারে। গত মৌসুমে ইতিহাসের সবচেয়ে হতাশাজনক পারফরমেন্স করে টেবিলের ১৩তম স্থানে ছিল টার্কিশ জায়ান্টরা।
আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি এই মৌসুমে পিএসজি থেকে ধারে খেলতে এসেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ফেরার ক্ষেত্রে ইকার্দির পাশাপাশি উরুগুইয়ান মিডফিল্ডার লুকাস টোরেইরারও অবদান রয়েছে। পুরো মৌসুমে ইকার্দি করেছেন ২১ গোল। ২০১৪ সালের পর থেকে শিরোপা জেতা হয়নি ফেনারবাচের। আগামী রোববার বহুল প্রত্যাশিত ডার্বিতে মৌসুমের শেষ ম্যাচে ফেনারবাচের বিপক্ষে ম্যাচ শেষেই শিরোপা উদযাপন করবে ওকান বুরুকের দল। গত গ্রীষ্মে ইকার্দি ও টোরেইরার আগমনে পাল্টে যায় গ্যালাতাসারে। এই দুজন ছাড়াও তারা একে একে দলে ভিড়িয়েছে বেলজিয়ান ফরোয়ার্প ড্রিয়েস মার্টিনস, পর্তুগীজ মিডফিল্ডার সার্জিও অলিভিয়েরা ও ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিয়োলোকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হালিম সাগর মোবাইল : ০১৭২২-০৬২২৭৪ প্রধান ফটো সাংবাদিক : কামাল হোসেন মিঠু অফিস :- ৪০৬ রংমহল টাওয়ার (৪র্থ তলা) বন্দরবাজার সিলেট-৩১০০। ই-মেইল : halimshagor2011@gmail.com, sylhetage2022@gmail.com
All rights reserved © 2025 sylhetage.com