• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত-১০

admin
প্রকাশিত জুন ১, ২০২৩
বিশ্বনাথে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত-১০

Sharing is caring!

সিলেট এইজ : সিলেটের বিশ্বনাথে সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আহত হয়েছেন প্রায় ১০জন।কলেজ ছাত্রদলের আহতরা হলেন কামরান আহমদ, নাঈম আহমদ, নুমান আহমদ এনামুল ইসলাম ও লায়েক আহমদ। তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।এদিকে ছাত্রলীগের মধ্যে আহত হয়েছেন উজ্জল আহমদ, রেজা আহমদ ও আতিকুল ইসলাম’সহ ৪/৫জন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র আনে।উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের কর্মীরা কলেজ ক্যাম্পাসে গিয়ে উত্তেজনামুলক আচরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় কলেজ ছাত্রলীগের কর্মীরা বাঁধা দিলে তারা সংঘর্ষে লিপ্ত হয়। জানতে চাইলে কলেজ ছাত্রদলের ফাহিম আহমদ বলেন, ছাত্রলীগের হামলায় তার ৫জন সহপাটি আহত হলে তাদেরকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

৫০৮ পড়েছেন