• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনে না এলে বিএনপির রাজনৈতিক অপমৃত্যু হবে: যুবলীগ চেয়ারম্যান

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৩
নির্বাচনে না এলে বিএনপির রাজনৈতিক অপমৃত্যু হবে: যুবলীগ চেয়ারম্যান

Sharing is caring!

সিলেট এইজ: বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ বলেছেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে। ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান। আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিক দল হিসেবে বিএনপির মৃত্যু হবে।’ শুত্রক্রবার রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্বরে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে শেখ ফজলে শামস্‌ পরশ এসব কথা বলেন।‘তারুণের সমাবেশের নামে চট্টগ্রামে বিএনপি-যুবদল-ছাত্রদলের মুক্তিযুদ্ধের ম্যুরাল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের’ প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।শেখ পরশ বলেন, ‘নির্বাচনে না এসে বিএনপি জনগণের জান-মালের নিরাপত্তায় ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র করলে তার দাঁতভাঙ্গা জবাব তারা রাজপথেই পাবে। শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র যুবলীগ নেতাকর্মীরা প্রতিহত করতে সক্ষম।’ সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘কার ইঙ্গিতে ও কার প্ররোচণায় চট্টগ্রামে তারা এমন কাজ করেছে। তারেক রহমানের প্রত্যক্ষ মদদে নেশাখোর ও জুয়াখোরেরা এমন কাজ করেছে। আওয়ামী লীগের জন্ম রাজপথে। মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে করতেই এই দলের জন্ম। আওয়ামী লীগ নয়, বিএনপিই পালিয়ে যাবে। শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বলে এখন মানুষকে বোকা বানাতে পারবে না।’ ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় নেতা এনামুল হক খান, শেখ ফজলে নাঈম, মোস্তাফিজুর রহমান মাসুদ, কাজী সারোয়ার হোসেনসহ মহানগর নেতারা।

৪৭৩ পড়েছেন